আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণার পর নজর কাড়ে এক নাম — নাঈম হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করা সত্ত্বেও এই ডানহাতি স্পিনার এবার জায়গা পাননি দলে। বিষয়টি অবাক করেছে ক্রিকেটপ্রেমীদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের সদস্য হাসিবুল হোসেন শান্ত আজ ব্যাখ্যা দিয়েছেন, নাঈমের বাদ পড়ার মূল কারণ দলীয় কম্বিনেশন ও পিচের চরিত্র।
তিনি বলেন,
“আয়ারল্যান্ড দলে প্রায় সবাই ডানহাতি ব্যাটার। নাঈমও ডানহাতি স্পিনার, তাই তাঁকে দলে নেওয়া হয়নি। তাছাড়া সিলেটের উইকেট সাধারণত পেসারদের জন্য সহায়ক থাকে, সেই বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। তবে নাঈমকে পুরোপুরি ভাবনার বাইরে রাখা হয়নি। দ্বিতীয় ম্যাচের আগে তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”
গত জুনে শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় ম্যাচে ইনিংস ব্যবধানে হেরে যায় সফরকারীরা। দলীয় ব্যর্থতার মাঝেও আলো ছড়িয়েছিলেন নাঈম — দুই ম্যাচে ৩ ইনিংস বল করে ৯ উইকেট তুলে নেন তিনি।
২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে টেস্ট অভিষেক হয় এই স্পিনারের। এখন পর্যন্ত ১৪ টেস্টে ৪৮ উইকেট নিয়েছেন তিনি, যেখানে ৪ বার পাঁচ উইকেট নিয়েছেন ইনিংসে। তাঁর সেরা বোলিং ফিগার ৬ উইকেট ১০৫ রানে।