ডেস্ক নিউজ: ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সাথে জাতীয় পার্টির চেয়ারমান জিএম কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারী) বিকাল ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর মিটিং হলে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়।
সে সময় জিএম কাদেরের সাথে ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা মেজর (অব) মোঃ মাহফুজুর রহমান। অন্যদিকে উপস্থিত ছিলেন- ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস ছাড়া ইন্তা লায়েস ডেপুটি চিফ অবজারভার এবং মার্সল ন্যাগি, পলিটিক্যাল এনালিস্ট।