সিলেট ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৫
জয় বাংলা স্লোগান দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ৩০ থেকে ৩৫ জনকে। পুলিশ এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ ফাহিম বাদি হয়ে এ মামলা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম জানান, মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জন রয়েছে। পুলিশ এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বাকিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেফতার ৮ জনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মহানগরের একাটি ইনডোর মাঠে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ চলাকালে ২০ থেকে ২৫ জন যুবক অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন।
শিক্ষার্থীদের অভিযোগ হামলার সময় হামলাকারীরা জয় বাংলা স্লোগান দিতে থাকে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD