১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় আরও দুজন আটক

admin
প্রকাশিত ১৪ ডিসেম্বর, রবিবার, ২০২৫ ২০:৫৯:১৬
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় আরও দুজন আটক

Manual7 Ad Code

ঢাকা, প্রতিনিধি :
রাজধানীর পল্টনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় আরও দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে শেরপুর থেকে তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Manual4 Ad Code

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এন এস নজরুল ইসলাম।

Manual6 Ad Code

তিনি জানান, এর আগে হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করে র‍্যাব। পরে তাঁকে পল্টন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual5 Ad Code

ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও জানান, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে রাজধানীর পল্টন এলাকার বক্স কালভার্ট সংলগ্ন ডিয়ার টাওয়ারের সামনে মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর ন্যক্কারজনক হামলা চালায়। হেলমেট পরিহিত অবস্থায় হামলাকারীরা খুব কাছ থেকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে হাদি গুরুতর আহত হন এবং বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual7 Ad Code

তিনি বলেন, শেরপুরের নালিতাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা শেরপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। আটক হওয়া দুজন সেই পাচারচক্রের সদস্য, যারা হামলাকারীদের সীমান্ত পার হতে সহায়তা করেছিল বলে ধারণা করা হচ্ছে।