১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও প্রার্থী ওসমান হাদির ওপর হামলায় ডিএমপির নিন্দা, জড়িতদের ধরতে অভিযান

admin
প্রকাশিত ১২ ডিসেম্বর, শুক্রবার, ২০২৫ ২২:০৯:৩৩
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও প্রার্থী ওসমান হাদির ওপর হামলায় ডিএমপির নিন্দা, জড়িতদের ধরতে অভিযান

Manual6 Ad Code

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) সমন্বিতভাবে অভিযান চালাচ্ছে।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিবৃতিতে বলেন, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি ও স্থানে তল্লাশি-অভিযান চলছে।

ডিএমপি আশা প্রকাশ করেছে যে, সাম্প্রতিক চাঞ্চল্যকর অন্যান্য ঘটনার মতো এই হামলার রহস্যও দ্রুত উদ্‌ঘাটন হবে এবং জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

Manual5 Ad Code

নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে ডিএমপি জানিয়েছে, হামলাকারীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ জানাতে অনুরোধ করা হয়েছে।

Manual8 Ad Code

এর আগে আজ দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক অস্ত্রোপচারের পর তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

Manual6 Ad Code