সিলেট ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫
টেক ডেস্ক | ২৭ আগস্ট ২০২৫:
বাজারে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে গুগল। সম্প্রতি লঞ্চ করা গুগল পিক্সেল ১০ সিরিজের স্মার্টফোনে যুক্ত হয়েছে এক যুগান্তকারী ফিচার। আর তা হলো—ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপ ভয়েস ও ভিডিও কলের সুবিধা।
স্যাটেলাইট নেটওয়ার্কের সহায়তায় এবার মোবাইল সিগন্যাল বা ওয়াইফাই ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে বলে জানিয়েছে গুগল। ফলে প্রত্যন্ত অঞ্চলে কিংবা নেটওয়ার্কবিহীন স্থানে ব্যবহারকারীরা নির্বিঘ্নে কল করতে পারবেন।
গুগলের মতে, হোয়াটসঅ্যাপে স্যাটেলাইট কলিং আপাতত নির্দিষ্ট কিছু নেটওয়ার্ক ক্যারিয়ারের সঙ্গে কাজ করবে। এ ছাড়া এই ফিচার ব্যবহার করতে বাড়তি চার্জও দিতে হতে পারে। তবে স্যাটেলাইট সুবিধা দিয়ে শুধুমাত্র কলিং সম্ভব হবে নাকি মেসেজিংও সক্রিয় হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
অফিশিয়াল এক্স হ্যান্ডলে গুগল জানিয়েছে, ২৮ আগস্ট থেকে স্যাটেলাইটভিত্তিক হোয়াটসঅ্যাপ কলিং ফিচার চালু করা হবে। একই দিন বাজারে আসবে পিক্সেল ১০ সিরিজের ফোনগুলোও। ফিচার সক্রিয় হলে ফোনের স্ট্যাটাস বারে একটি স্যাটেলাইট আইকন দেখা যাবে, যা নির্দেশ করবে কলটি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ ব্যবহারকারীদের আরও এক ধাপ এগিয়ে দেবে। কারণ অ্যাপল ইতিমধ্যে স্যাটেলাইট ফিচার চালু করলেও তা কেবল জরুরি টেক্সট মেসেজ পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ। অন্যদিকে গুগল সরাসরি হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কলের সুযোগ দিয়ে প্রতিযোগিতায় এগিয়ে গেল।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD