১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইব্রাহিমের লাশ এক সপ্তাহ পর ফেরত দিল ভারত

admin
প্রকাশিত ০৯ জুলাই, বুধবার, ২০২৫ ১৭:২০:০৯
ইব্রাহিমের লাশ এক সপ্তাহ পর ফেরত দিল ভারত

Manual4 Ad Code

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক ইব্রাহিম বাবুর লাশ এক সপ্তাহ পর ফেরত দিয়েছে ভারত।

Manual6 Ad Code

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি ফেরত দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার ও ৩২ ব্যাটালিয়ন বিএসএফের গেদে কোম্পানি কমান্ড্যান্টের উপস্থিতিতে ওই বৈঠক হয়। পরে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা-পুলিশ চুয়াডাঙ্গার দর্শনা থানা-পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে।

Manual2 Ad Code

নিহত ইব্রাহিম (৩০) দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাদ্রাসাপাড়ার নূর ইসলামের ছেলে। নূর জানান, তাঁর ছেলে ২ জুলাই দুপুরে গরুর জন্য ঘাস কাটতে সীমান্তসংলগ্ন গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সীমান্তের খুঁটির কাছে থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর লাশ বিএসএফ ওপারে নিয়ে যায়।

Manual4 Ad Code

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ তিতুমীর বলেন, ইব্রাহিমের পরিবারের আবেদনের পর লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতে দর্শনা সীমান্তে বৈঠকের পর পুলিশ লাশ হস্তান্তর করে। লাশটি বুঝে নিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।