২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইসরায়েলবিরোধী মনোভাব বাড়ছে মার্কিন নাগরিকদের মধ্যে

admin
প্রকাশিত ০৫ অক্টোবর, রবিবার, ২০২৫ ১৮:২০:৫৪
ইসরায়েলবিরোধী মনোভাব বাড়ছে মার্কিন নাগরিকদের মধ্যে

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন নাগরিকদের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে। পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রতি ১০ জন নাগরিকের মধ্যে ৬ জনই ইসরায়েলি সরকারের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের প্রতি মার্কিন জনগণের সমালোচনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। জরিপে বলা হয়, ৩৯ শতাংশ আমেরিকান মনে করেন ইসরায়েল হামাসবিরোধী সামরিক অভিযানে ‘অতিরিক্ত বল প্রয়োগ’ করছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে এ হার ছিল ৩১ শতাংশ, আর ২০২৩ সালের ডিসেম্বরে ২৭ শতাংশ।

বর্তমানে ইসরায়েলি সরকারের প্রতি মার্কিন নাগরিকদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বেড়ে দাঁড়িয়েছে ৫৯ শতাংশে। মাত্র ১৬ শতাংশ মনে করেন, ইসরায়েল সঠিক পথে এগোচ্ছে।

Manual4 Ad Code

গাজা যুদ্ধ মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন ৪২ শতাংশ মার্কিন নাগরিক। ৩৬ শতাংশ মনে করেন, ট্রাম্প ইসরায়েলের প্রতি অতিরিক্ত পক্ষপাত দেখাচ্ছেন।

প্রায় এক-তৃতীয়াংশ আমেরিকান মনে করেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অত্যধিক সামরিক সহায়তা দিচ্ছে। অন্যদিকে, ৮০ শতাংশ নাগরিক গাজায় মানবিক সংকট, খাদ্যসংকট এবং ফিলিস্তিনি বেসামরিক মানুষের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছেন।

Manual8 Ad Code

জরিপে আরও জানা যায়, ডেমোক্র্যাটরা ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে বেশি উদ্বিগ্ন হলেও রিপাবলিকানরা হামাসের ভবিষ্যৎ হামলার আশঙ্কা নিয়ে বেশি চিন্তিত।

Manual8 Ad Code

২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৩ হাজার ৪৪৫ জনের ওপর পরিচালিত এই জরিপের ত্রুটির হার ১.৯ শতাংশ।

Manual2 Ad Code