ইসরায়েলি সম্পর্কের প্রতিবাদে ৪ কর্মীকে চাকরিচ্যুত করল মাইক্রোসফট

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫

ইসরায়েলি সম্পর্কের প্রতিবাদে ৪ কর্মীকে চাকরিচ্যুত করল মাইক্রোসফট

ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের প্রতিবাদে প্রতিষ্ঠানের ভেতর ও সামনে বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে মাইক্রোসফট চার কর্মীকে চাকরিচ্যুত করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রযুক্তি জায়ান্ট জানায়, কর্মীরা কোম্পানির নীতিমালা লঙ্ঘন করেছেন এবং তাঁদের কর্মকাণ্ডে ‘গুরুতর নিরাপত্তা ঝুঁকি’ তৈরি হয়েছিল।

চাকরিচ্যুতদের মধ্যে দুজন—অ্যানা হ্যাটল ও রিকি ফামেলি—এই সপ্তাহে কোম্পানির প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথের অফিসে অবস্থান ধর্মঘটে অংশ নেন। তাঁদের ফোনে ভয়েসমেইল দিয়ে বরখাস্তের খবর জানানো হয়। পরে আরও দুই কর্মী, নিসরিন জারাদাত ও জুলিয়াস শ্যানকেও চাকরিচ্যুত করা হয়। তাঁরা সম্প্রতি প্রধান কার্যালয়ে প্রতিবাদী তাঁবু স্থাপনকারীদের মধ্যে ছিলেন।

প্রতিবাদী সংগঠন ‘নো অ্যাজিউর ফর অ্যাপার্থেইড’ দাবি করেছে, মাইক্রোসফট যেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং গাজার নির্যাতিত ফিলিস্তিনিদের ক্ষতিপূরণ প্রদান করে। অ্যানা হ্যাটল বলেন, “মাইক্রোসফট ইসরায়েলকে গণহত্যায় সহায়তা করছে এবং কর্মীদের সত্য আড়াল করছে।”

গত মঙ্গলবার সাতজন বিক্ষোভকারী প্রেসিডেন্টের অফিসে প্রবেশ করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এঁদের মধ্যে পাঁচজন ছিলেন বহিরাগত বা সাবেক কর্মী।

এদিকে সম্প্রতি দ্য গার্ডিয়ান, ‘+972’ ম্যাগাজিন ও লোকাল কলের এক যৌথ অনুসন্ধানে উঠে এসেছে, ইসরায়েলি সামরিক গোয়েন্দারা মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড সফটওয়্যার ব্যবহার করে পশ্চিম তীর ও গাজা উপত্যকার ফিলিস্তিনিদের ফোনকলের তথ্য সংরক্ষণ করছে। জবাবে মাইক্রোসফট জানায়, তারা একটি স্বাধীন আইন সংস্থার মাধ্যমে বিষয়টি তদন্ত করাচ্ছে।

এর আগেও কয়েকজন কর্মী প্রতিবাদ জানিয়ে চাকরি হারিয়েছেন। চলতি বছরের এপ্রিলে মাইক্রোসফটের এআই বিভাগের সিইও মোস্তফা সুলেমানের বক্তব্য চলাকালে এক কর্মীর প্রতিবাদে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়; পরে তাকেও চাকরিচ্যুত করা হয়।

গাজায় চলমান মানবিক বিপর্যয়ের মধ্যে বিশ্বজুড়ে শিক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখায় নানা প্রতিবাদ ও বর্জন আন্দোলনের মুখে পড়ছে।

সর্বশেষ নিউজ