সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক | ৯ অক্টোবর ২০২৫
ইসরায়েল ও হামাস অবশেষে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে ‘প্রথম ধাপের’ শান্তি চুক্তিতে পৌঁছেছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্রাম্প জানান, কাতার, মিসর ও তুরস্কের মধ্যস্থতায় এই চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “এর মানে খুব শিগগিরই সব জিম্মি মুক্তি পাবে এবং ইসরায়েল তাদের সেনাদের একটি নির্দিষ্ট সীমারেখায় সরিয়ে নেবে। এটি হবে স্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ।”
হামাস এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তির আওতায় ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং জিম্মি–বন্দী বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম ধাপে গাজায় ৪০০টি ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হবে। ইসরায়েল ২৫০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে, আর হামাস ২০ জন জীবিত জিম্মিকে ফেরত দেবে।
ইসরায়েলি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভা বৈঠকে চুক্তি অনুমোদনের বিষয়ে ভোট দেবে। অনুমোদন পেলে ২৪ ঘণ্টার মধ্যেই ইসরায়েলি সেনারা গাজা থেকে সরে আসবে।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, জিম্মি মুক্তির সময় তিনি মধ্যপ্রাচ্যে সফরে যেতে পারেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, “আমাদের জিম্মিদের মুক্ত করা এক পবিত্র দায়িত্ব। ঈশ্বরের সাহায্যে আমরা তাদের ঘরে ফিরিয়ে আনব।”
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চুক্তিকে স্বাগত জানিয়ে সব পক্ষকে এর শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। এর পর ইসরায়েলের পাল্টা অভিযানে এখন পর্যন্ত গাজায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD