সিলেট ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪
ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ সম্পন্ন
জৈন্তাপুর, প্রতিনিধি :: ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার আওতাধীন ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
শুক্রবার (২৯ই নভেম্বর) বিকেল ৩ঘটিকায় ফতেপুর ইউনিয়ন কমপ্লেক্সে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা এম আব্দুল ওয়াহিদ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা কবির আহমেদ’র যৌথ পরিচালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মাসুক আহমেদ (হরিপুরী) এর সভাপতিত্বে ইসলামী ছাত্র আন্দোলন ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মারুফ আহমেদ’র কুরআন তেলওয়াত এর মাধ্যমে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জিল্লুর রহমান, সিলেট জেলা শাখার সহ-প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক, জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা হারুনুর রশিদ, উপজেলা শাখার সেক্রেটারী হাফিজ আব্দুর রশিদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট শাখার সহ-সভাপতি মাওলানা শরিফ উদ্দিন খাঁ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম, ইসলামী ছাত্র আন্দোলন জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি দেলওয়ার আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলন জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ইশতিয়াক ফাহিম, সদস্য সাইফুল ইসলাম, আল-আমিন,কিবরিয়া, মস্তাক আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ, জালাল উদ্দীন, করিম আহমেদ, দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সভায় ইসলামী আন্দোলন প্রবাসী শাখার অন্যতম সদস্য মাওলানা মুহাম্মদ বিন ইউসুফ রহ. স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন উপস্থিত সংশ্লিষ্ট অতিথিবৃন্দ ও স্থানীয় সকল নেতৃবৃন্দ।
আয়োজিত কর্মী সমাবেশ শেষে সন্ধ্যা ৭ঘটিকায় হিন্দুত্ববাদ উগ্রবাদী সংগঠন ইসকন কতৃক যৌথবাহিনীর ওপর হামলা,দেশবিরোধী ষড়যন্ত্র ও ইসকন সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রামে এড. সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে এবং ইসকনকে নিষিদ্ধ করার দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার আওতাধীন ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার উদ্যোগে হরিপুর বাজারের ত্রিমুখী পয়েন্ট থেকে শুরু করে সিলেট তামাবিল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD