২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইসিএ এলাকা থেকে পাথর লুট: আরও একটি মামলা, গ্রে প্তা র নেই

admin
প্রকাশিত ২০ আগস্ট, বুধবার, ২০২৫ ২২:২৯:০০
ইসিএ এলাকা থেকে পাথর লুট: আরও একটি মামলা, গ্রে প্তা র নেই

Manual8 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে বেপরোয়া পাথর লুটের ঘটনায় আবারও মামলা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে গোয়াইনঘাট থানায় এ মামলা দায়ের করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মোনায়েম। মামলা নম্বর: ২৯/৮/২৫।

 

 

Manual6 Ad Code

 

মামলায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, গত ৭, ৮ ও ৯ আগস্ট রাত ১টা থেকে ৪টা পর্যন্ত টানা বৃষ্টির মধ্যে অন্তত ৪০ হাজার ঘনফুট পাথর লুটপাট করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানান, মামলার তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

Manual7 Ad Code

 

 

 

এর আগে, গত বছরের ৫ আগস্ট থেকে শুরু করে জাফলং ইসিএ এলাকায় পাথর লুটের ঘটনায় পরিবেশ অধিদপ্তর ১১টি মামলা দায়ের করেছে। প্রথম মামলাটি হয় গত বছরের সেপ্টেম্বরে, যেখানে ৯২ জনকে আসামি করা হয়েছিল। তবে এসব মামলায় এখন পর্যন্ত কেবল একজন আসামিকে সেনাবাহিনী আটক করতে সক্ষম হয়।

পরিবেশ অধিদপ্তরের প্রাক্তন সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, “আমরা বারবার পুলিশকে অনুরোধ করেছি, মামলার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গেও দেখা করেছি। কিন্তু তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি। যদি সে সময় যথাযথ ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এখনকার ভয়াবহ পরিস্থিতি এড়ানো যেত।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল আহমদ বলেন, “পরিবেশ আইনের মামলাগুলো জামিনযোগ্য। ফলে আসামিরা সহজেই জামিনে বেরিয়ে আসে।

Manual5 Ad Code

প্রয়োজনে এই প্রতিবেদনটি নিউজ বা প্রেস রিলিজ আকারে আরও সংক্ষিপ্ত বা বিস্তারিত করেও তৈরি করে দিতে পারি। জানাবেন।

Manual8 Ad Code