সিলেট ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত রোডম্যাপকে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন ভন্ডুল করার ষড়যন্ত্রমূলক নীলনকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
শুক্রবার (২৯ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নে নির্বাচনের দায়িত্বশীলদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তাহের বলেন, “প্রধান উপদেষ্টা তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন, যা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে ভন্ডুল করার ষড়যন্ত্রমূলক নীলনকশা। চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছানোর আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এখনো সংস্কার দৃশ্যমান হয়নি, বিচারপ্রক্রিয়াও শুরু হয়নি। এর মাঝেই তিনি কোনো শক্তির কাছে মাথা নত করে পরিকল্পিত নির্বাচনের পথে হাঁটছেন।”
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নিরপেক্ষ থেকে সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে, বিচারপ্রক্রিয়া দৃশ্যমান করবে, তারপর নির্বাচন দেবে। কিন্তু সে প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচন ঘোষণা করা হয়েছে।
জামায়াত নেতা জানান, ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে তাঁদের আপত্তি নেই। তবে তিনি বলেন, “একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দিতে হবে এবং সেই চার্টারের আলোকে নির্বাচন আয়োজন করতে হবে। তা না হলে ঘোষিত রোডম্যাপ হবে একটি ভন্ডুল প্রক্রিয়ার অংশ।”
নির্বাচন কমিশনের ঘোষণাকে তিনি ‘বড় ধরনের অপরাধ’ উল্লেখ করে বলেন, “ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআর—দুটোর মধ্যে একটি নির্ধারণ না করে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এজন্য ইসিকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।”
সভায় উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির মাওলানা ইব্রাহীম, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম ও সেক্রেটারি মুকবুল হোসেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD