সিলেট ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৩
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এডিশনাল এসপি হুমায়ূন কবির
জাকির হোসেন সুমন:- পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির
ঈদ মানে খুশি ঈদ মানে খশি। আজহা মানে ত্যাগ বা কোরবানি। ঈদুল আজহার মানে দাঁড়ায় ত্যাগের খুশি। আরবি আওদ বা য়াউদু শব্দ থেকে ঈদ শব্দের উৎপত্তি; যার অর্থ দাঁড়ায় আনন্দ বা খুশির উপলক্ষ এবং এর আরেকটি অর্থ হলো ফিরে আসা বা প্রত্যাবর্তিত হওয়া।
যেহেতু বছর ঘুরে আমাদের মাঝে এ খুশির উপলক্ষটি বারবার ফিরে আসে; তাই একে ঈদ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। হিজরি দ্বাদশ মাসের ১০ তারিখে আসন্ন যে ঈদ তা কোরবানির ঈদ, বড় ঈদ, হজের ঈদ, আত্মত্যাগের ঈদ, পশু জবাই করার ঈদ তথা ঈদুল আজহা নামে আমাদের সমাজে প্রচলিত রয়েছে।
ত্যাগ বা কোরবানির মাধ্যমেও যে খুশির লগ্নে সমুপস্থিত হওয়া যায়, ঈদুল আজহা তার অনন্য দৃষ্টান্ত। মুসলিম জাতিসত্তার ইতিহাসে মহান আত্মত্যাগের অনবদ্য নজির স্থাপন করেছিলেন দুনিয়াখ্যাত পয়গম্বর হজরত ইব্রাহিম (আ.), যা সমগ্র বিশ্ব মানবসভ্যতার ইতিহাসেও চিরঅম্লান ও চিরজাগরূক হয়ে আছে।
তাঁরই মহান আত্মত্যাগের ইতিহাসকে বিশ্বসভ্যতায় অতি উচ্চাসনে অমর ও অক্ষয় রাখার লক্ষ্যেই মুসলিম দুনিয়ায় উদযাপিত হয় ঈদুল আজহা। ত্যাগ,পরীক্ষা,কোরবানি আর পরম খোদার সন্তুষ্টি বিধানে নিজের জীবনকে তুচ্ছজ্ঞান ও উৎসর্গ করার এক মহান শিক্ষা রয়েছে এই ঈদের সামগ্রিক উদযাপনে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির বলেন, ঈদ মানে খুশি,ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক সুখ ও সমৃদ্ধিময়। ঈদ ধনী-গরিব সকলের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে।
ঈদের নাড়ীর টানে ঘরে ফেরা মানুষের জন্য তিনি দোয়া ও শুভ কামনা করেন। এসময় তিনি বলেন যারা নাড়ীর টানে ঈদের আনন্দ উপভোগ করার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদের যাত্রা শুভ হোক।
এসময় তিনি আরো বলেন,জাহাজ বা- লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়ে উঠবেন না,সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বড়, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই সময়কে নয় জীবনকে ভালবাসুন। পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করুন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
প্রধান সম্পাদক : ডাঃ বাপ্পি চৌধুরী,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by M-W-D