
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামীকাল শনিবার (৬ সেপ্টেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার।
বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সিদ্ধান্তে এদিন বন্দর কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন রোববার (৭ সেপ্টেম্বর) থেকে যথারীতি আমদানি-রপ্তানি আবারও চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের মাধ্যমে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম যথারীতি চলবে।