টেক ডেস্ক:
বিশ্বের বৃহত্তম অনলাইন মুক্ত জ্ঞানকোষ উইকিপিডিয়াকে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এবার সরাসরি এর বিকল্প তৈরির ঘোষণা দিলেন তিনি। মাস্কের এআই সংস্থা এক্সএআই (xAI) তৈরি করছে একটি নতুন উন্মুক্ত–উৎসের জ্ঞানভান্ডার, যার নাম দেওয়া হয়েছে ‘গ্রোকিপিডিয়া’ (Grokipedia)।
মাস্কের দাবি, এটি উইকিপিডিয়ার চেয়ে বহুলাংশে উন্নত হবে এবং শুধুমাত্র ‘সত্য ও তথ্যের’ ওপর ভিত্তি করে গড়ে তোলা হবে।
মাস্কের ঘোষণা
এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে মাস্ক লিখেছেন,
“আমরা এক্সএআই-এ গ্রোকিপিডিয়া তৈরি করছি। এটি উইকিপিডিয়ার চেয়ে বহুলাংশে উন্নত হবে। সত্যি বলতে, মহাবিশ্বকে বোঝার এক্সএআই-এর লক্ষ্যের দিকে এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ।”
তিনি আরও জানান, রিপোজিটরিটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং ব্যবহারে কোনো সীমাবদ্ধতা থাকবে না। মাস্কের বিশ্বাস, খুব শিগগিরই গ্রোকিপিডিয়া প্রতিটি এআই এবং মানুষের জন্য তথ্য ও সত্যের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হয়ে উঠবে।
কেন উইকিপিডিয়ার প্রতি মাস্কের ক্ষোভ?
মাস্কের অভিযোগ, উইকিপিডিয়া তার সম্পাদকীয় প্রক্রিয়া, অর্থায়নের অগ্রাধিকার এবং রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়গুলোর ক্ষেত্রে ‘ওক’ (Woke) পক্ষপাতদুষ্টতা দেখায়। তাঁর মতে,
-
সংবেদনশীল জীবনী ও রাজনৈতিক নিবন্ধে অবৈতনিক সম্পাদকরা কট্টর বামপন্থীদের দ্বারা প্রভাবিত।
-
উইকিপিডিয়ার তথ্য এআই প্রশিক্ষণের জন্য বিশ্বাসযোগ্য নয়।
-
তাঁর নিজস্ব উইকিপিডিয়া পাতা পক্ষপাতদুষ্টভাবে লেখা এবং সংশোধন করা কঠিন।
২০২৪ সালের অক্টোবরে মাস্ক ‘ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড ফ্যাসিজম’ শীর্ষক একটি আর্টিকেলের উদাহরণ টেনে বলেন, মাত্র দুজন সম্পাদক বামঘেঁষা সূত্র ব্যবহার করে একপেশে আখ্যান তৈরি করেছেন।
এ ছাড়া মাস্ক ক্ষুব্ধ যে, টেসলায় তাঁর ‘প্রতিষ্ঠাতা’ পরিচয় নিয়ে বিতর্ক তৈরি করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্ব ও কোভিড–১৯ ভুল তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
অনুদান নিয়ে ক্ষোভ
মাস্কের মতে, উইকিপিডিয়া অলাভজনক প্রতিষ্ঠান হলেও দাতাদের অর্থ ‘Woke’ উদ্যোগে অপব্যবহার করছে। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি দাবি করেন, উইকিপিডিয়া বৈচিত্র্য, ন্যায্যতা ও অন্তর্ভুক্তি (DEI) প্রকল্পে প্রায় ৫০ মিলিয়ন ডলার ব্যয় করেছে, যা তিনি ‘জালিয়াতি’ বলে অভিহিত করেন।
পর্যবেক্ষকদের মত
বিশ্লেষকেরা মনে করছেন, মাস্কের নতুন উদ্যোগ তথ্যের নিয়ন্ত্রণ ও সত্যের সংজ্ঞা নিয়ে এক নতুন সংঘাতের জন্ম দিতে পারে। গ্রোকিপিডিয়া প্রকল্প সফল হলে এটি শুধু উইকিপিডিয়ার বিকল্পই হবে না, বরং এআই প্রশিক্ষণ থেকে শুরু করে অনলাইন জ্ঞানভান্ডারের ভূ-রাজনীতিতেও বড় পরিবর্তন আনতে পারে।