
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের খয়রাতি এলাকায় লোকালয়ে ঢুকে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগ মৃত হাতিটিকে উদ্ধার করে।
দোছড়ি বনবিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি জানান, ভোরের দিকে হাতিটি লোকালয়ে প্রবেশ করে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। পূর্ণবয়স্ক পুরুষ হাতিটির দেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মৃত্যুর কারণ উদ্ঘাটনে বন বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন সুরতহাল রিপোর্ট তৈরি ও আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্ত শেষে হাতির মৃতদেহ মাটিচাপা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বন বিভাগ আরও জানায়, এর আগে গত ১৮ সেপ্টেম্বর দোছড়ি বন এবং ১৩ মে জুমছড়ি বন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় দুটি মৃত হাতি উদ্ধার করা হয়েছিল।