১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

উত্তরায় সাংবাদি আবু হাসানকে অপহরণের চেষ্টা,গ্রেফতার ২

admin
প্রকাশিত ০৩ মে, শনিবার, ২০২৫ ১১:৫১:০৬
উত্তরায় সাংবাদি আবু হাসানকে অপহরণের চেষ্টা,গ্রেফতার ২

Manual1 Ad Code

সাংবাদিক আবু হাসানকে অপহরণের সময় তাকে উদ্ধার করে অপহরণ দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

Manual6 Ad Code

 

 

Manual3 Ad Code

রবিবার (২৭ এপ্রিল) রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রো পুলিশের উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম।

 

Manual7 Ad Code

 

ভুক্তভোগীর অভিযোগ, রবিবার সন্ধ্যায় রেবেয়া আক্তার রিতা নামে একটি মেয়ে তাকে কল করে ধর্ষণের কথা বলে সহযোগিতা চায়। মেয়েটি তাকে নর্থ টাওয়ারের কাছে যেতে বললেও পরে পার্শ্ববর্তী জায়গায় নিয়ে যায়। সেখানে আনুমানিক রাত সাড়ে আটটার দিকে মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে একটি হাইএস মাইক্রোবাসে করে আসা ৭-৮ জন তাকে জোর করে গাড়িতে তোলে। পরে সে গাড়ির গ্লাস ভেঙ্গে বাইরে লাফ দিয়ে পড়ে যায়।

 

 

Manual7 Ad Code

ঐ রিপোর্টারের চিৎকার শুনে পুলিশ ও জনগণ গিয়ে তাকে উদ্ধার করে।  এসময় ফয়সাল ও ড্রাইভার জামিরুল ইসলামকে আটক করে পুলিশ, মাইক্রোবাসটিও জব্দ করা হয়। পুলিশ জানায়, এই চক্রের সাথে জড়িতদের অনেক তথ্য তাদের হাতে এসেছে, স্বল্প সময়ের মধ্যে বাকিদেরও গ্রেফতার করা হবে।