১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

উত্তরা উড়ালসড়কে প্রাইভেট কার–মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার ছেলে নিহত

admin
প্রকাশিত ০৪ জানুয়ারি, রবিবার, ২০২৬ ২১:২৭:১০
উত্তরা উড়ালসড়কে প্রাইভেট কার–মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার ছেলে নিহত

Manual1 Ad Code

ঢাকা প্রতিনিধি:
রাজধানীর উত্তরা এলাকায় উড়ালসড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তৌফিকুর রহমান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পুলিশের একজন কর্মকর্তার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. মারুফ (২১) নামে আরেক যুবক।

শনিবার (৩ জানুয়ারি) রাতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের উত্তরা আব্দুল্লাহপুরের বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) উড়ালসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-গ ২০-১৫৭৪) জব্দ করা হয়। এ সময় গাড়ির চালক ফিরোজ মিয়া (৪০)–কে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া গ্রামের বাসিন্দা।

Manual5 Ad Code

নিহত তৌফিক রাজধানীর বাড্ডার আনন্দনগর এলাকার বাসিন্দা আরিফ নেওয়াজের ছেলে। আরিফ নেওয়াজ পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে সিআইডিতে কর্মরত। আহত মারুফ রামপুরার ওয়াপদা রোড এলাকায় থাকেন।

ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, প্রাইভেট কারটি বিআরটি লেন দিয়ে ঢাকায় প্রবেশ করছিল। অপরদিকে মোটরসাইকেলটি একই লেন দিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। আব্দুল্লাহপুরসংলগ্ন এলাকায় দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন এবং আরোহী গুরুতর আহত হন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Manual7 Ad Code

উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, এ ঘটনায় প্রাইভেট কারের চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে।

Manual4 Ad Code

এদিকে উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ ভূঁইয়া জানান, সুরতহাল প্রতিবেদন শেষে নিহত তৌফিকের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Manual4 Ad Code