সিলেট ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫
দেশে উদারপন্থী রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পরিস্থিতিতে উদারপন্থার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সৈয়দা ফাতেমা সালামের লেখা ‘রক্তাক্ত জুলাই’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন,
“এই দেশে মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্রকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসার ষড়যন্ত্র চলছে। এটা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে।”
তিনি আরও বলেন, দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি মানুষকে বিভ্রান্ত করছে। অনেকে আশঙ্কা করছে, নির্বাচন হবে কি না। কিন্তু নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বলেও মত দেন বিএনপি মহাসচিব।
“নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়েই হবে। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে,” বলেন মির্জা ফখরুল।
বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্বের কথা উল্লেখ করে তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন,
“বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি পরিবর্তন আনবে। দেশের অর্থনীতি, সমাজ, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে, তা থেকে উত্তরণের প্রত্যাশা করছে মানুষ। সেই প্রত্যাশা পূরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আবদুল হাই শিকদার। বইটি প্রকাশ করেছে ইতি প্রকাশন। অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এবং প্রকাশক জহির দীপ্তি বক্তব্য রাখেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD