উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পিয়ন ও মুদ্রাক্ষরিক পদে উচ্চশিক্ষিতদের আগ্রহ: উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারের মন্তব্য

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পিয়ন ও মুদ্রাক্ষরিক পদে উচ্চশিক্ষিতদের আগ্রহ: উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারের মন্তব্য

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পিয়ন ও মুদ্রাক্ষরিক পদে নিয়োগে অত্যধিক উচ্চশিক্ষিতরা আবেদন করছেন, যেখানে ন্যূনতম যোগ্যতা যথাক্রমে এসএসসি ও এইচএসসি। সোমবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “পিয়ন পদের জন্য ন্যূনতম যোগ্যতা এসএসসি, কিন্তু আবেদনকারীর মধ্যে অনেকেই গ্র্যাজুয়েট। মুদ্রাক্ষরিক পদের জন্য ন্যূনতম যোগ্যতা এইচএসসি, অথচ আবেদনকারীর মধ্যে অনেকে গ্র্যাজুয়েট ও মাস্টার্স ডিগ্রিধারী। তাহলে উচ্চশিক্ষার মূল্য কোথায়?”

তিনি আরও বলেন, উচ্চশিক্ষিত বেকারদের জনসম্পদে রূপান্তরিত করতে হলে কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়ার মূল কারণ দারিদ্র্য, এবং এই ক্ষেত্রে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা দক্ষতাভিত্তিক সাক্ষরতা, জীবনব্যাপী শিক্ষা ও বাজারভিত্তিক শিক্ষা কর্মসূচির ওপর জোর দিচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব উল আলম এবং বাংলাদেশে ইউনেসকোর প্রতিনিধি সুজান ভাইজ। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী স্বাগত বক্তব্য দেন।

উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার অনুষ্ঠানে ‘উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা’ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন। ব্যক্তি ক্যাটাগরিতে প্রদীপ বিশ্বাস ও প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ইউসেপ বাংলাদেশ এই সম্মাননা লাভ করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ