সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, মে ১০, ২০২৫
কুড়িগ্রামের উলিপুরে গ্রাম্য সালিসে এক নারীর চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। গত ৬ মে উপজেলার তবকপুর ইউনিয়নের উত্তর সাদুল্যা রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বিষয়টি এলাকায় জানাজানি হয়। স্থানীয় একাধিক নিরপেক্ষ সূত্র সালিস বৈঠক ও তাতে নারীর চুল কেটে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ওই নারীর অভিযোগ, তাকে কোনও ব্যাখ্যা দেওয়ার সুযোগ না দিয়ে সালিসের জুরিবোর্ড আর্থিক জরিমানা করে চুল কেটে দেয়। তার সঙ্গে অন্যায় হয়েছে। তিনি অন্যায়ের বিচার চান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই নারীর সঙ্গে তার দেবরের শারীরিক সম্পর্কের ভিডিও চিত্র ধরে ঘটনার সূত্রপাত। বিষয়টি প্রকাশ হলে ওই নারী এবং তার দেবরের পরিবারে কলহ শুরু হয়। মাইদুল নামে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি বিষয়টি নিয়ে গ্রাম্য সালিসের ডাক দেন। গত মঙ্গলবার রাতে স্থানীয়ভাবে সালিস অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী জানায়, সালিসে মাইদুলের নেতৃত্বে সেকেন্দার আলী, শাহীন মিয়াসহ পাঁচজনের জুরিবোর্ড গঠন করা হয়। দেবর ভাবির অনৈতিক সম্পর্কের অভিযোগ ‘প্রমাণ হওয়ায়’ দেবরকে ২০ বেত্রাঘাত এবং ভাবিকে আর্থিক জরিমানাসহ মাথার চুল কেটে দেওয়ার সিদ্ধান্ত দেয় জুড়ি বোর্ড। সিদ্ধান্ত মোতাবেক যুবককে বেত্রাঘাত করে ওই নারীর চুল কেটে দেওয়া হয়। তবে নারীকে কত টাকা জরিমানা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
জানতে চাইলে ভুক্তভোগী নারী বলেন, ‘স্থানীয় মাতবররা অন্যায় ভাবে আমার চুল কেটে দিয়ে আমাকে সমাজে হেয় করেছে। আমার সঙ্গে জুলুম করা হইছে। কেউ আমার কাছে শুনতেও আসে নাই কী করি কী হইলো! ওরায় ওরায় বুদ্ধি করি এমন করছে। আমি সঠিক বিচার চাই।’
ঘটনার পর সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে ওই নারীর দেবরসহ সালিসে নেতৃত্বদানকারী মাইদুল গা ঢাকা দিয়েছেন। তাদের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে। ফলে এ নিয়ে তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। সালিসে চুল কেটে দেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে ওই নারী এখনো থানায় কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি সহায়তা দেওয়া হবে।’
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD