সিলেট ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৫
কামাল হোসেন মিঠু:: সিলেট নগরীতে প্রতিদিনকার যানজটে নাকাল সাধারণ মানুষ। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে আরও এক ভোগান্তি । শিশুপার্কের সামনের গুরুত্বপূর্ণ পয়েন্টকে একমুখী করে দেওয়া হয়েছে হঠাৎ করেই।
স্থানীয়দের অভিযোগ, এই একমুখী সড়কব্যবস্থার ফলে যাত্রীদের অসুবিধা বাড়লেও কারও না কারও লাভ নিশ্চিত করা হয়েছে। কারণ পাশেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল, যেখানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা রোগীদের গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পার্কিং করে। এতে করে একদিকে যেমন রাস্তার জায়গা কমে যাচ্ছে, অন্যদিকে তৈরি হচ্ছে অনিয়মিত যানজট।
তবে বিস্ময়ের বিষয় হলো”এই রাস্তাটি একমুখী করতে সময় লাগলেও শিশুপার্ক পয়েন্টের সিএনজি স্ট্যান্ড বসাতে কোনো দেরি হয়নি। ফলে প্রশ্ন উঠেছে ” এই সিদ্ধান্ত জনস্বার্থে, নাকি স্বার্থান্বেষী মহলের সুবিধার্থে?
এলাকাবাসীর দাবি, শহরের সামগ্রিক যানজট নিরসনে পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। একপাক্ষিক সিদ্ধান্তে সমস্যার সমাধান না হয়ে বরং ভোগান্তি আরও বাড়ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD