একাধিক মামলার আসামি লোকমান মিয়া প্রকাশ্যে দাপটের সঙ্গে ক্লিনিক চালাচ্ছেন

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫

একাধিক মামলার আসামি লোকমান মিয়া প্রকাশ্যে দাপটের সঙ্গে ক্লিনিক চালাচ্ছেন

হবিগঞ্জ, আজমীরীগঞ্জ — ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের একাধিক মামলার আসামি আজমীরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. লোকমান মিয়া প্রকাশ্যে পৌর শহরে ক্লিনিক চালু করে দাপটের সঙ্গে চলাফেরা করছেন। স্থানীয়দের অভিযোগ, পুলিশ রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে।

২০২৫ সালের ৮ মে আজমীরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের উজানপাড়ায় আটটি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ডা. লোকমানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। বরং উল্টো তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

মানবাধিকারকর্মীর অভিযোগ

ঘটনার পর মানবাধিকারকর্মী ও স্থানীয় সাংবাদিক মো. হুমায়ুন কবির সিলেট রেঞ্জের ডিআইজি ও হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিলেও কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এমনকি গত ১৭ মে বিরাট গ্রামের মাঠে এক সালিশ বৈঠকের সময় থানার ওসি শফিকুল ইসলাম উপস্থিত থাকা সত্ত্বেও ক্ষতিগ্রস্ত জজ মিয়া ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের বক্তব্য

জজ মিয়া বলেন, “আমরা দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে নির্যাতিত হচ্ছি। আমাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হলেও আসামিদের পুলিশ গ্রেফতার করছে না। বরং আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এমনকি আমাদের গরু-নৌকা পর্যন্ত চুরি হয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।”

তিনি আরও অভিযোগ করেন, মামলার প্রধান আসামি ডা. লোকমান মিয়া ও তার ভাই উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন মিয়াকে চার্জশিট থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, “মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে। বাদীর আপত্তি থাকলে তিনি আদালতে চার্জশিটের বিরুদ্ধে নারাজি দিতে পারবেন।”

সর্বশেষ নিউজ