১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কবি মনসুর আহমেদের “বুকপকেটে ভালোবাসা”

admin
প্রকাশিত ০৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ১২:২২:৫৭
একুশে বইমেলায়  পাওয়া যাচ্ছে   কবি মনসুর আহমেদের “বুকপকেটে ভালোবাসা”

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

“যে ফুল থেকে রক্ত ঝরে,
সেই ফুলে আর ঘ্রাণ থাকে না।
যে হৃদয়ে অশ্রু ঝরে,
সেই হৃদয়ে আগুন জ্বলে না।”

 

Manual3 Ad Code

প্রেম, দ্রোহ এবং জীবনের নানা রূপকে কেন্দ্র করে সাজানো কবি মনসুর আহমেদ এর কাব্যগ্রন্থ “বুকপকেটে ভালোবাসা” ভিন্ন দুটি আকর্ষণীয় প্রচ্ছদে প্রকাশ করেছে শব্দকথা প্রকাশন। বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত বইমেলায় বইটি পাওয়া যাবে শব্দকথা প্রকাশনের ১৭১ নং স্টলে। ৮০ পৃষ্ঠার বইটির মলাট মূল্য ২০০৳। অর্কিড ও গোলাপ ফুলের সাথে দৃষ্টিনন্দন পকেটে আকর্ষণীয় প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু ও আখতার উজ্জামান সুমন।

 

যেখানে জমে থাকে অসীম দুঃখ প্রাচীর, সেখানেই কবিতাগুলো ফুল হয়ে ফোটে। ঘ্রাণে মিশে থাকে বেদনার সুর, যা স্পর্শ করে পাঠকের হৃদয়। কবিতা শুধু শব্দের সাজানো মালা নয়, এটি হলো মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতির এক নীরব ভাষা। এই ভাষা সেইসব হৃদয়ের কথা বলে, যেগুলো হয়তো কখনো কাউকে বলা হয়নি। এই গ্রন্থের প্রতিটি কবিতা জীবনের রূপকথা ও বাস্তবতার মিশেলে এক নতুন পৃথিবী তৈরি করে।

 

কবিতা—একটি প্রতিবিম্ব।
এটি সেই আয়না, যেখানে মানুষ তার নিজস্ব মুখচ্ছবি খুঁজে পায়। বাবার অপ্রকাশিত দুঃখ, মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, অথবা প্রিয়জনের নীরব চাহনি—সবই কবিতার শব্দরূপে জীবন্ত হয়ে ওঠে। প্রতিটি লাইন, প্রতিটি শব্দ যেন পাঠককে তার নিজের অনুভূতির কাছে ফিরিয়ে নিয়ে যায়।

Manual4 Ad Code

 

“বুকপকেটে ভালোবাসা” কাব্যগ্রন্থটি তেমনি এক আবেগঘন যাত্রার গল্প। প্রেম, দ্রোহ এবং জীবনের নানা রূপকে কেন্দ্র করে সাজানো এই বইটি পাঠককে তার নিজস্ব অনুভূতির গভীরে নিয়ে যাবে। এখানে প্রেম রয়েছে, যা উষ্ণতা জোগাবে। দ্রোহ রয়েছে, যা নতুন ভাবনার পথ দেখাবে।

 

শব্দকথা প্রকাশনের উপ সম্পাদক আখতার উজ্জামান সুমন বলেন, “এবছর অমর একুশে বইমেলা-২০২৫ এ আমরা প্রকাশ করেছি প্রেম ও দ্রোহের কবি মনসুর আহমেদের কবিতার বই ‘বুকপকেটে ভালোবাসা’। বইটি প্রকাশের জন্য আমরা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করেছি। পাঠকের চাহিদার ব্যাপারটা মাথায় রেখে বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে যাবতীয় সব বিষয়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। বাজারে দুটি ভিন্ন ভিন্ন প্রচ্ছদে বইটি প্রাপ্তিসাধ্য করেছি আমরা।

 

কবি মনসুর আহমেদকে আমরা প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের উত্তরসূরি বলে মনে করি। তার কবিতায় জলজ্যান্ত হেলাল হাফিজেরই ছাপ পাওয়া যায়। আমরা চেষ্টা করেছি- বইটি প্রতিটি কবিতাপ্রেমী পাঠকের হাতে হাতে পৌঁছে দিতে। বর্তমান পরিবর্তীত পরিস্থিতির নতুন প্রজন্মের পাঠকদের কাছে প্রেম ও দ্রোহের আধুনিক কবি মনসুর আহমেদের ‘বুকপকেটে ভালোবাসা’ বইটি সমাদৃত হবে বলে আমাদের বিশ্বাস। আমরা এপর্যন্ত পাঠকদের থেকে প্রত্যাশারও বেশি সাড়া পেয়েছি। ‘বুকপকেটে ভালোবাসা’র পিছনে আমরা যে শ্রম ও সময় ব্যয় করেছি, আমরা এর আশানুরূপ ফল পাচ্ছি। এজন্য যারপরনাই আনন্দিত আমরা। নিশ্চয়ই ‘বুকপকেটে ভালোবাসা’ আরো দীর্ঘপথ অতিক্রম করবে।”

Manual3 Ad Code