১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এখনো শনাক্ত হয়নি ঢামেক মর্গে গণঅভ্যুত্থানে শহীদদের ছয় লাশ

admin
প্রকাশিত ১০ জানুয়ারি, শুক্রবার, ২০২৫ ২০:৩৩:৫৫
এখনো শনাক্ত হয়নি ঢামেক মর্গে গণঅভ্যুত্থানে শহীদদের ছয় লাশ

ঢামেক মর্গে গণঅভ্যুত্থানে শহীদদের ছয় লাশ এখনো শনাক্ত হয়নি


Manual7 Ad Code

 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকারী ছয় শহীদের লাশের সন্ধান পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দল। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।

 

 

স্পেশাল সেলের সেক্রেটারি হাসান ইমাম বাসসকে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় আমাদের স্পেশাল সেলের একটি দল ঢামেক ফরেনসিক মর্গে অজ্ঞাত এই ছয়টি লাশের বিষয়ে জানতে পারে। পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে। আমরা আজ শুক্রবার মর্গে লাশগুলো দেখেছি।’

 

 

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

লাশের বিবরণ নিম্নরূপ : অজ্ঞাত পুরুষ (২০), অজ্ঞাত পুরুষ (২৫), অজ্ঞাত পুরুষ (২২), অজ্ঞাত নারী (৩২), অজ্ঞাত পুরুষ (৩০) ও এনামুল নামের এক ব্যক্তি (২৫)।

 

 

Manual2 Ad Code

চিকিৎসকরা লাশের ময়নাতদন্ত করেছেন ও দেখেছেন যে প্রথম পাঁচজন আঘাতের কারণে মারা গেছেন, আর এনামুল উঁচু স্থান থেকে পড়ে মারা গেছেন।

 

 

হাসান ইমাম আরো বলেন, ‘লাশ শনাক্তের বিষয়ে পুলিশের সাথে কথা বলেছি। শাহবাগ থানা পুলিশ বলছে লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শহীদদের। তবে কখন তারা মারা গেছেন বা কখন তাদের লাশ ঢামেক হাসপাতালে আনা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।’

 

Manual3 Ad Code

 

জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেল উল্লিখিত নিখোঁজ ব্যক্তিদের সন্ধানদাতাদের ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছে।