“এম্পাওয়ারিং ইংলিশ গ্র্যাজুয়েটস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

“এম্পাওয়ারিং ইংলিশ গ্র্যাজুয়েটস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে “এম্পাওয়ারিং ইংলিশ গ্র্যাজুয়েটস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে “এম্পাওয়ারিং ইংলিশ গ্র্যাজুয়েটস: ভিজ্যুয়াল ডিজাইন, প্রফেশনাল নেটওয়ার্কিং অ্যান্ড ডিজিটাল ক্যারিয়ার পাথওয়েস” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। ৪ আগস্ট (সোমবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

 

 

 

অনুষ্ঠানটির আয়োজন করে ইংরেজি বিভাগের অন্যতম সংগঠন এমইউ ইংলিশ সোসাইটি। কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সিনিয়র প্রভাষক আবু জাফর মো. জাকারিয়া। তিনি শিক্ষার্থীদের অনলাইনভিত্তিক দক্ষতা বিকাশে বিভিন্ন ব্যবহারিক কৌশল এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় Canva-তে ডিজাইন তৈরির কৌশল, Fiverr-এ পেশাদার প্রোফাইল তৈরি এবং LinkedIn-এ কার্যকর নেটওয়ার্ক তৈরির ধাপসমূহ শেখানো হয়। অংশগ্রহণকারীরা হাতে-কলমে শেখার সুযোগ পান, যার মাধ্যমে তারা বাস্তব জীবনে প্রয়োগযোগ্য দক্ষতা অর্জন করেন।

 

 

 

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনের কোষাধ্যক্ষ গোলাম রব্বানী বলেন, “শুধু একাডেমিক জ্ঞান নয়, বরং ডিজিটাল স্কিল, আত্মপ্রকাশ এবং পেশাগত যোগাযোগের সক্ষমতা অর্জনও বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অনিক বিশ্বাস। সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের প্রধান এবং এমইউ ইংলিশ সোসাইটি’র সভাপতি সানজিদা চৌধুরী।

 

 

 

সেমিনারে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেজওয়ান আহমেদ রিফাত এবং সঞ্চালনা করেন প্রচার সম্পাদক শ্বেতপর্ণা ভট্টাচার্য্য।

ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত এ ধরনের কর্মশালা ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে এবং তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য প্রস্তুত করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ