১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এলাকাবাসীর সুবিধার্থে ১৬ ফুটি রাস্তা দান করলেন আব্দুর রব-আব্দুল গৌছ মিয়ার পরিবার

admin
প্রকাশিত ১৩ জুন, শুক্রবার, ২০২৫ ০২:৪০:৩৮
এলাকাবাসীর সুবিধার্থে ১৬ ফুটি রাস্তা দান করলেন আব্দুর রব-আব্দুল গৌছ মিয়ার পরিবার

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

এলাকাবাসীর সুবিধার্থে ১৬ ফুটি রাস্তা দান করলেন আব্দুর রব-আব্দুল গৌছ মিয়ার পরিবার

Manual3 Ad Code

 

 

Manual3 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত জৈনপুর আহলে সুন্নত জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী মরহুম গোলাম কিবরিয়া হিরা মিয়ার মরহুম বাবা এবং চাচা জনাব আব্দুর রব-আব্দুল গৌছ এর নামে নামকরণে মন্ত্রণালয় থেকে স্বীকৃতি প্রাপ্ত রাস্তার নামকরণ করে সিলেট সিটি কর্পোরেশনকে উক্ত রাস্তাটি দান করে দিলেন। প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।

আব্দুর রব-আব্দুল গৌছ মিয়ার মিবংশধর, মজনু মিয়া, গোলাম আম্বিয়া তুলা মিয়া, গোলাম কিবরিয়া হিরা মিয়া অংশ মোতাবেক প্রায় ১৪ ডিসেমেল জায়গা কোটি টাকা মূল্যের উপরে এই রাস্তাটি এখন সবার জন্য উন্মুক্ত কোন দাবি-দাওয়া নেই, এই রাস্তা দিয়ে প্রতিদিন , স্কুল কলেজ মাদ্রাসার অসংখ্য ছাত্র-ছাত্রী যাতায়াত করেন। রাস্তার দক্ষিণ পাশে রয়েছে প্রায় ২০০ শতাধিক পরিবারের যাতায়াতের, সুব্যবস্থা এখন এই রাস্তাটি।

মরহুম গোলাম কিবরিয়া হিরা মিয়ার সু-যোগ্য সন্তান নাসিম মিয়ার ঐকান্তিক আগ্রহ ও নিরলস প্রচেষ্টায় ফসল। নিজস্ব পারিবারিক রাস্তা অত্র এলাকার মানুষের দুর্ভোগ লাগবের জন্য উন্মুক্ত করে, সিলেট সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তর করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিলেট বি,এন,পির প্রবীণ নেতা বদরুজ্জামান সেলিম, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে যারা এই রাস্তাটি দান করলেন তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

Manual4 Ad Code