ঢাকায় শেষ হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করে দুই ইভেন্টে দুটি পদক অর্জন করেছে বাংলাদেশ।
বাংলাদেশের পদক
সরকারের পুরস্কার ঘোষণা
আর্মি স্টেডিয়ামে শুক্রবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিন আর্চারকে প্রত্যেককে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।
গণমাধ্যমকে তিনি বলেন,
“অলিম্পিকে সোনা পেতে হলে প্রতিদ্বন্দ্বীদের মতো সুযোগ–সুবিধা প্রয়োজন। আমাদের সক্ষমতার মধ্যে সেরা সহায়তাই দেব। আর্চারিতেই আমরা ভবিষ্যতে স্বর্ণপদক পাব বলে আশা করি।”
আর্চারদের প্রতিক্রিয়া
রুপাজয়ী বন্যা আক্তার বলেন,
“এমন ঘোষণা শুনে খুব খুশি। এতে আর্চারিতে মনোযোগ আরও বাড়বে। অনেকে আর্থিক অনিশ্চয়তায় খেলাধুলা ছেড়ে বিদেশে চলে যান—এই পুরস্কার সেই সম্ভাবনা কমাবে।”
চ্যাম্পিয়নশিপের সার্বিক ফল
-
ভারত: ৬ সোনা, ৩ রুপা, ১ ব্রোঞ্জ—মোট ১০ পদক (সেরা দল)
-
দক্ষিণ কোরিয়া: ২ সোনা, ৪ রুপা, ৪ ব্রোঞ্জ