এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা কম: আকাশ চোপড়া

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৫

এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা কম: আকাশ চোপড়া

ক্রীড়া প্রতিবেদক
ঢাকা │ বৃহস্পতিবার

লিটন দাসের নেতৃত্বে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসে আছে বাংলাদেশ দল। তবে টি-টোয়েন্টি এশিয়া কাপকে সামনে রেখে আশাবাদী হলেও ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া মনে করছেন, এবারও বাংলাদেশ খুব বেশি দূর যেতে পারবে না।

নিজের ইউটিউব চ্যানেলে আলাপচারিতায় আকাশ বাংলাদেশকে নিয়ে বলেন, এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপকে তিনি ‘মৃত্যুকূপ’ হিসেবে দেখছেন। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। তাঁর মতে, আফগানিস্তান ও শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে পরবর্তী পর্বে উঠবে। বাংলাদেশের গল্প হয়তো লিগ পর্বেই শেষ হয়ে যাবে।

মেজর টুর্নামেন্টে ব্যর্থতা

২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে গ্রুপ থেকে বিদায় করা কিংবা ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার ইতিহাস থাকলেও সাম্প্রতিক বড় টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ তেমন কিছু করতে পারেনি।

  • ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ

  • ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ

  • ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ

  • ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি

কোনোটিতেই সেমিফাইনালে উঠতে পারেনি টাইগাররা। আকাশ বলেন, ‘তাদের হারানোর কিছু নেই। কিন্তু বহুজাতীয় টুর্নামেন্টে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভালো করছে না।’

ব্যাটিংয়ে সীমাবদ্ধতা

বাংলাদেশের ব্যাটিং সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন আকাশ। তাঁর মতে, দলের খুব কম ব্যাটারেরই স্ট্রাইকরেট ১৫০-এর কাছাকাছি। দুই-একজনের স্ট্রাইকরেট ১৪০-এর বেশি হলেও বড় রান করার ক্ষমতা সীমিত। তিনি বলেন, ‘২১০–২২০ করার মতো দল নয় তারা। সহজে ১৬০–১৮০ করতে পারে। কিন্তু প্রতিপক্ষ যদি ঝড় তোলে, জবাব দেওয়ার মতো শক্তি নেই।’

স্পিন নির্ভরতা ও তাসকিনের প্রশংসা

মিরপুরের উইকেট ব্যবহার করে স্পিন আক্রমণে প্রতিপক্ষকে ঘায়েল করার প্রবণতা নিয়েও মন্তব্য করেছেন আকাশ। তবে শক্তিশালী পেস আক্রমণের প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। এখানেই উঠে এসেছে তাসকিন আহমেদের প্রশংসা।

অন্যদিকে, লিটন দাস নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা সিরিজে ম্যান অব দ্য সিরিজ হলেও, আকাশের মতে ১০ বছরের ক্যারিয়ারে লিটন প্রত্যাশিত সাফল্য পাননি।

সময়সূচি

৯ সেপ্টেম্বর আবুধাবিতে আফগানিস্তান–হংকং ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। এরপর ১৩ ও ১৬ সেপ্টেম্বর যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন বাহিনী। সব ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ