
অভিষেক শর্মা ও শুবমান গিলের ঝোড়ো সূচনায় মনে হচ্ছিল ভারতের রান ২০০ ছুঁয়ে যাবে। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে তোলে ৭২ রান। তবে ইনিংসের দ্বিতীয়ভাগে দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ১৬৮ রানে আটকে দেয় বাংলাদেশ।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে না থাকায় নেতৃত্ব দেন জাকের আলী। ম্যাচের শুরুতে জাকেরের হাত ফসকে অভিষেকের ক্যাচ ছাড়লেও শেষ পর্যন্ত তিনিই হয়ে ওঠেন বাংলাদেশের জন্য বড় হুমকি। মাত্র ৩৭ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।
তবে রিশাদ হোসেনের ঘূর্ণি ও মোস্তাফিজের অভিজ্ঞতার সামনে ভারত দ্রুত ব্যাকফুটে চলে যায়। গিল (২৯) ও দুবেকে (২) ফিরিয়ে দেন রিশাদ, পরে অভিষেকও রানআউট হন তাঁর থ্রো থেকে। মোস্তাফিজ তুলে নেন সূর্যকুমার যাদবের উইকেট এবং হয়ে যান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি (১৫০)।
শেষ দিকে হার্দিক পান্ডিয়া ৩৮ রানের লড়াই করলেও সঙ্গীর অভাবে ভারতের রানের গতি থেমে যায়। শেষ ৫ ওভারে মাত্র ৩৬ রান তুলতে পারে তারা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৬৮ রান।
বাংলাদেশের সামনে এখন লক্ষ্য ১৬৯—যা আগের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে সফলভাবে তাড়া করেছিল দলটি।