এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল রওনা দিচ্ছে আগামীকাল। আপাতত তাঁদের গন্তব্য আবুধাবি। তবে এবারের আসরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দলের সঙ্গে যাচ্ছেন না। খেলা দেখার চেয়ে তাঁর কাছে দেশে থেকে দুটি বিশেষ কাজ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কোচিং উন্নয়নের দুই বড় আয়োজন
আজকের পত্রিকাকে তিনি বলেন, “ওখানে খেলা দেখা ছাড়া তো কাজ নেই। এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে।”
-
প্রথম প্রোগ্রাম: ১০–১২ সেপ্টেম্বর বিশেষজ্ঞ কোচ তৈরির উদ্যোগ। স্থানীয় পর্যায়ে ১২ থেকে ১৮ জন বিশেষজ্ঞ কোচ তৈরি করবেন। দুজন অস্ট্রেলিয়ান এডুকেটর আসছেন, যেখানে তিনিও প্রেজেন্টেশন দেবেন।
-
দ্বিতীয় প্রোগ্রাম: ১৫ সেপ্টেম্বর থেকে লেভেল থ্রি কোর্স শুরু। এতে রস টার্নার, নাতাশা ক্যাম্পবেল, জিওফ লসন, অ্যালেন ক্যাম্পবেলরা যুক্ত থাকবেন। বাংলাদেশের ইতিহাসে স্থানীয় কোচদের জন্য এত বড় কোর্স এই প্রথম।
বুলবুলের ভাষায়, “প্রোগ্রাম ডিজাইন, কারিকুলাম—এসব করতে অন্য বোর্ড অনেক টাকা ব্যয় করে। আমি দেশের ক্রিকেট এগিয়ে নিতে নিজ থেকে করে দিচ্ছি।”
নিরাপত্তা ইস্যুতে নতুন আলোচনা
বিসিবি সভাপতির নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে আলোচনায় এসেছে ক্রিকেটাঙ্গন। বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বুলবুলের জন্য গানম্যান চেয়েছেন। চিঠিতে বলা হয়, অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবি নির্বাচন ঘিরে সভাপতির নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। বর্তমানে তাঁর সঙ্গে অবসরপ্রাপ্ত দুই নিরাপত্তাকর্মী থাকলেও তাঁরা নিরস্ত্র।
এ প্রসঙ্গে বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী শামীম ফরহাদ বলেন, “গানম্যান পাওয়া গেলে সভাপতির নিরাপত্তা প্রটোকলে বাড়তি মাত্রা যোগ হবে।”
নির্বাচনের আগে উত্তেজনা
আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন। সভাপতি বুলবুল পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং পুনরায় সভাপতি পদে লড়ার ইঙ্গিত দিয়েছেন। সাবেক অধিনায়ক তামিম ইকবালও নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচনের আগে সভাপতিকে সরে দাঁড়ানোর হুমকি প্রসঙ্গে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কর্ণধার আসিফ রাব্বানি বলেন, “এ ধরনের কাজ সমর্থনযোগ্য নয়। সবার নিরাপত্তা নিশ্চিত করে উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে হবে।”
অন্যদিকে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুর মতে, বাড়তি নিরাপত্তা চাওয়াটা সভাপতির ব্যক্তিগত বিষয়।
বুলবুলের মনোভাব
বুলবুল মনে করছেন, নির্বাচন যত সামনে আসবে, অনিশ্চয়তাও তত বাড়বে। তাই সব পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন নিজেকেই।