১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

এস আলম গ্রুপ চেয়ারম্যানের আরও ৪৬৯ একর জমি ক্রোকের নির্দেশ

admin
প্রকাশিত ২৮ অক্টোবর, মঙ্গলবার, ২০২৫ ১৮:২৩:১৫
এস আলম গ্রুপ চেয়ারম্যানের আরও ৪৬৯ একর জমি ক্রোকের নির্দেশ

Manual4 Ad Code

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আরও ৪৬৯ একর জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

Manual6 Ad Code

দুদকের উপপরিচালক তাহসিন মুনাবীল হকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।

আবেদন অনুযায়ী, গাজীপুর সদর, শ্রীপুর, কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী ও পেকুয়া থানায় অবস্থিত মোট ৪৬ হাজার ৯৪৮ দশমিক ৭৫ শতক (৪৬৯ একর) জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে। এসব সম্পদ বিক্রি বা হস্তান্তর করলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে, তাই আদালতের কাছে ক্রোকের আবেদন করা হয়।

Manual5 Ad Code

এর আগে আদালত এস আলম ও তাঁর পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পদ, শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধের একাধিক আদেশ দেন। পাশাপাশি তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

Manual2 Ad Code