
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আরও ৪৬৯ একর জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
দুদকের উপপরিচালক তাহসিন মুনাবীল হকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।
আবেদন অনুযায়ী, গাজীপুর সদর, শ্রীপুর, কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী ও পেকুয়া থানায় অবস্থিত মোট ৪৬ হাজার ৯৪৮ দশমিক ৭৫ শতক (৪৬৯ একর) জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে। এসব সম্পদ বিক্রি বা হস্তান্তর করলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে, তাই আদালতের কাছে ক্রোকের আবেদন করা হয়।
এর আগে আদালত এস আলম ও তাঁর পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পদ, শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধের একাধিক আদেশ দেন। পাশাপাশি তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।