সিলেট ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩
এ্যালকোহল বিক্রির দায়ে একজনের কারাদণ্ড
দিনাজপুর, প্রতিনিধি:- দিনাজপুরের বিরামপুরে এ্যালকোহল বিক্রির অপরাধে গোপাল সরকার (৩৫) নামের একজনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ড প্রাপ্ত গোপাল সরকার বিরামপুর পৌরসভার ইসলামপাড়া মহল্লার দীজেন সরকার এর ছেলে।
আজ রবিবার বিকেলে পৌর শহরের ইসলামপাড়া মহল্লায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জব্দ করা এ্যালকোহল পুড়ানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দন্ডিত আসামীকে কারাগারে প্রেরণ প্রক্রিয়াধীন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান, রবিবার বিকেলে পুলিশ ও এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুজে পেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ্যালকোহল বিক্রির অপরাধে অভিযুক্ত গোপাল সরকারকে একমাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
প্রধান সম্পাদক : ডাঃ বাপ্পি চৌধুরী,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by M-W-D