২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এ বিজয় আমার নয়, ১৯ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের : এস এম শওকত আমিন তৌহিদ

admin
প্রকাশিত ২৩ জুন, শুক্রবার, ২০২৩ ০০:৫৫:১৪
এ বিজয় আমার নয়, ১৯ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের : এস এম শওকত আমিন তৌহিদ

Manual4 Ad Code

এ বিজয় আমার নয়, ১৯ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের : এস এম শওকত আমিন তৌহিদ

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

সিলেট প্রতিনিধিঃ-  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত ২১ জুন ২০২৩ শেষ হলো সিলেট সিটি করপোরেশন নির্বাচন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা ছাড়া এই প্রথম ইভিএম পদ্ধতিতে সম্পন্ন হয়েছে সিসিক নির্বাচন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত।

এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১৯ নং ওয়ার্ডের আপামর জনতার আস্তার বাতিঘর এস এম শওকত আমিন তৌহিদ। সিসিক নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন “এ বিজয় আমার নয়, এ বিজয় ১৯ নং ওয়ার্ডের আপামর জনতার” আমি ১৯ নং ওয়ার্ডের মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি ইনশাআল্লাহ আমার প্রতিটি কর্মের মাধ্যমে আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে চাইবো এবং আমার এ-ই ওয়ার্ডে কোনপ্রকার অনিয়ম চলবে না,বিশেষ করে মাদক ও কিশোর গ্যাং চিরতরে নির্মূল করা হবে। আমি ১৯ নং ওয়ার্ডের যুবসমাজের অবধান কোনদিন ভুলতে পারবো না, দিনরাত পরিশ্রম করে তারা আমাকে বিজয়ের মালা পরিয়েছে,এ বিজয় একঝাঁক তরুণের বিজয়।

এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নবনির্বাচিত কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ বলেন, বছরে নয় মাস বিদেশে থেকে হঠাৎ করে কিছু লোক বসন্তের কোকিলের মতো কাউন্সিলর প্রার্থী হন কিন্তু জনগণের ভালোবাসা তারা পাননি,আমি আমার ওয়ার্ডের জনগণের সেবক হিসেবে বিগত পাঁচ বছরে জানিনা কতোটুকু সেবা তাদেরকে দিয়েছি কিন্তু ভোটের মাধ্যমে তাদের যে ভালোবাসার উপহার আমি পেয়েছি ইনশাআল্লাহ আমার বাকি জীবন উনিশ নং ওয়ার্ডবাসীর সেবক হিসেবে তাদের সুখ-দুঃখে অংশীদার হয়ে পাশে থাকতে চাই।

Manual5 Ad Code