
জাতীয় ঐকমত্যের বহুল প্রতীক্ষিত ‘জুলাই সনদ’ স্বাক্ষরের পর গভীর আবেগ ও গর্বের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঐতিহাসিক সনদে স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
স্বাক্ষর শেষে প্রধান উপদেষ্টা বলেন,
“আজকে এই দিনটি যে পেলাম, এটা মহান দিন। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় এটা পাঠ্যপুস্তকে থাকবে, ক্লাসরুমে আলোচনা হবে, রাজনৈতিক নেতারা বিভিন্ন দেশে এটা নিয়ে ভাববে।”
ড. ইউনূস জানান, শুরুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের বিষয়ে সন্দেহ ছিল। কিন্তু অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে গঠিত ঐকমত্য কমিশন সেই অসম্ভব কাজকে সম্ভব করেছে।
তিনি বলেন,
“রাজনৈতিক দলের বক্তব্য শুনে মনে হয়েছিল কেউ কারও কথা শুনবে না। কিন্তু অবাক কাণ্ড—সব দল গভীর জ্ঞান ও সৌহার্দ্যের সঙ্গে আলোচনা করেছে। এটা না দেখলে বিশ্বাস হতো না।”
তিনি আরও বলেন,
“টেলিভিশনে সম্প্রচারের মাধ্যমে সারা দেশের মানুষ এ আলোচনায় অংশ নিয়েছে। কেউ ঘরে বসে, কেউ লেখালেখির মাধ্যমে তর্ক-বিতর্ক করেছে—জাতি যেন এক বিশাল সংলাপে যুক্ত হয়েছে।”
শেষে ড. ইউনূস রাজনৈতিক নেতা ও কমিশনের সদস্যদের প্রশংসা করে বলেন,
“তারা অসম্ভবকে সম্ভব করেছে। ইতিহাসে তারা অক্ষয় হয়ে থাকবে। ভবিষ্যতে মানুষ চিন্তা করবে—তারা কীভাবে এটা করেছিল।”
📍 উল্লেখ্য, এই ‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক ঐক্যের নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশি-বিদেশি মহলে গভীর আগ্রহের জন্ম দিয়েছে।