২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

ওয়াকাফ সম্পত্তি কেন্দ্রীয় কালা আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল মগরাহাট পশ্চিমের মুসলিম উম্মা

admin
প্রকাশিত ১০ এপ্রিল, বৃহস্পতিবার, ২০২৫ ২১:৫৯:০৯
ওয়াকাফ সম্পত্তি কেন্দ্রীয় কালা আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল মগরাহাট পশ্চিমের মুসলিম উম্মা

Manual4 Ad Code

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম সম্প্রতি সারা ভারতে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের অধিকার ও তাদের সম্পত্তি দখল এবং ন্যায্য অধিকার কেড়ে নিতে কেন্দ্রীয় সরকার জারি করেছে ওয়াকাফ আইন।

 

Manual4 Ad Code

 

এই কালা আইন পাশ করা হয়েছে ভারতের লোকসভা ও রাজ্যসভায়। এই কালা আইন পাশ এর বিরুদ্ধে একদিকে যখন ভারতের জাতীয় কংগ্রেস ও বামফ্রন্ট ও তৃনমূল কংগ্রেস ও আর জে ডি ও এস পি সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ বিরোধীতা করছে। ঠিক তখনই এই কালা আইন প্রত্যাহারের দাবিতে আজ সারা পশ্চিম বাংলায় বিভিন্ন যায়গায় শুরু হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি তে মগরাহাট পশ্চিমের বিভিন্ন মুসলিম সংগঠন জমিয়েতে ওলামা হিন্দ ও জামাতে ইসলামী হিন্দ ও অন্যান্য মানবাধিকার সংগঠন এর সদস্যরা বিক্ষোভ মিছিল বের করে। এই মিছিল টি বের হয় বেলা তিনটায়।

 

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

 

এবং এই বিশাল মিছিল টি মগরাহাট পশ্চিম ব্লক উন্নয়ন বোর্ড এর সামনে থেকে ঘুরে উস্তি ভ্যান রিক্সা স্ট্যান্ডে শেষ হয়। এবং এখানে মুসলিম উম্মাহর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবিতে। আজকের এই বিক্ষোভ সমাবেশ উপস্তিত ছিলেন মুসলিম পার্সোনাল ল বোর্ড এর মাওলানা তাহেরুল হক সাহেব এবং জামায়াতে ইসলামী হিন্দ এর আমীর ডাঃ মশিউর রহমান সাহেব আমিরে হালকা পশ্চিম বাংলা।

 

Manual2 Ad Code

 

এবং জমিয়তে উলামায়ে হিন্দ এর জেলা সম্পাদক ইব্রাহিম ইসলাম ও মাস্টার মনিরুল ইসলাম এবং লিয়াকত হোসেন সেখ এবং বঙ্গীয় সংখ্যালঘুদের সংগঠন এর পক্ষে প্রফেসর জাহান আলী মগরাহাট পশ্চিমের ইমাম সংগঠন এর সভাপতি মাওলানা সাইফুদ্দিন সাহেব এবং জামায়াতে ইসলামীর মগরাহাট পশ্চিমের সেক্রেটারি ফরিদুল ইসলাম সর্দার ও মানবাধিকার সংগঠন এর অন্যতম নেতা মনোয়ার হোসেন মোল্লা ও ইদুজ্জামান মোল্লা ও স্থানীয় ইমাম এবং মুসলিম উম্মাহর শান্তি প্রিয় বুদ্ধিজীবী। এবং এই বিক্ষোভ সমাবেশ টি পরিচালনা করতে সাহায্য করছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ উস্তি থানার অফিসার সারফোরাজ আহমেদ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এই বিক্ষোভ সমাবেশে প্রায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।।