
নিজস্ব প্রতিবেদক | ১২ জানুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘টেকনিক্যাল এক্সপার্ট’ পদে দক্ষ জনবল খুঁজছে। গত রোববার (১১ জানুয়ারি) এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: টেকনিক্যাল এক্সপার্ট।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মস্থল: ঢাকা।
আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের ন্যূনতম ৫ বছরের পেশাদার অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা হয়নি।
নির্বাচিত প্রার্থীকে মাসিক ৯৪,০০০ টাকা বেতন প্রদান করা হবে। এ ছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়াটারএইড-এর অফিশিয়াল ওয়েবসাইট বা সরাসরি নিয়োগ পোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২৬ জানুয়ারি, ২০২৬।