১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত

admin
প্রকাশিত ১৯ ডিসেম্বর, শুক্রবার, ২০২৫ ২১:১৮:২১
ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত

Manual4 Ad Code

ঢাকা, শুক্রবার:
ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা শুক্রবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে জুমা বলেন, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে যাত্রা শুরু করেছে। সেখানে মরদেহ রাখার পর ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

Manual6 Ad Code

তিনি আরও জানান, এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ ওসমান হাদির মরদেহ সেন্ট্রাল মসজিদে আনা হবে।

Manual5 Ad Code

ফেসবুক পোস্টে ফাতিমা তাসনিম জুমা ছাত্র-জনতাকে শান্ত ও শৃঙ্খলাপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে আন্দোলনকে ভিন্নখাতে নেওয়ার বা সহিংসতা সৃষ্টির সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

Manual5 Ad Code

এ ছাড়া পোস্টে জানানো হয়, মরদেহ দেখার কোনো সুযোগ রাখা হবে না। সকলের কাছে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়ার অনুরোধ জানানো হয়।