সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫
এমদাদুর রহমান চৌধুরী জিয়া:
সিলেট রেঞ্জের রেঞ্জ ডিআইজি চোরাচালানের বিষয়ে জিরো টলারেন্স নীতিমালায় বিশ্বাসই থাকলেও মাঠ পর্যায়ের কিছু অসাধু পুলিশ কর্মকর্তার কারণে যেমন বন্ধ হচ্ছে না চোরা চালান তেমনি নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে বর্তমান সময়ের রাজনৈতিক মামলায়।
আওয়ামী লীগ ছাত্রলীগ না করেও ছাত্রলীগের মামলায় ফাঁসানো হয়েছে দুই সন্তানের জনক শ্রমজীবী রঊফ কে এমন টা ই অভিযোগ উঠেছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে।
এতে করে ওসির ফায়দা হলেও প্রশ্নবিদ্ধ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। সরকারের শাসন ব্যবস্থার ঊপর আচার আছে সাধারণ মানুষ।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক মন্ত্রী আনিসুল হকের আত্মীয় হিসেবে সে আমল থেকেই সুনামগঞ্জে রাজ করছেন ওসি দেলোয়ার.। বর্তমানে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ঊঠার পরও তিনি রয়েছেন বহাল তবিয়তে
বিষয়টি এখন স্থানীয়দের মুখে মুখে।
জানাযায়, সুনামগঞ্জের তাহিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় এজাহার নামীয় আসামি না হওয়া সত্বেও আব্দুর রউফ নামে এক শ্রমজীবী সাধারন ব্যবসায়িকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। মিডিয়া কর্মীদের সীমান্ত চোরা চালানের তথ্য সরবরাহ করে এ কারণে ওসির রোশানলের শিকার হয়ে জেল হাজতে মানবতার জীবনযাপন করছেন তাহিররপুর এলাকার নিরীহ ব্যবসায়ী রঊফ।
অপরদিকে একমাত্র রোজগার রঊফ জেলে থাকায় অনাহারে -অর্দাহারে জীবন-যাপন করছেন তার পরিবার। এখন প্রশ্ন হল চোরাচালান বা চোরাকারবার যদি না হয়ে থাকে তাহলে মিডিয়া কর্মীকে সংবাদ দিলেই অসুবিধা কি? নাকি নিজের চেহারা আড়াল রাখার জন্য এমন স্ট্রিম রোলার চালানো হলো নিরীহ রঊফ এর উপর।
রউফ উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। পেশায় চারাগাঁও শুল্ক ষ্টেশনে বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানের এলসিকৃত কয়লা-চুনাপাথর পরিবহন কাজের এক দিনমজুর ও সাধারণ গ্রামের একজন ব্যবসায়ীও বটে।
কদিন পূর্বে শনিবার বিকেলে তাকে কলাগাঁও বাজার থেকে থানার টেকেরঘাট অ¯ায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল কালাম চৌধুরী, এএসআই কার্তিক থানার ওসি দেলোয়ার হোসেন দেখা করতে বলেছেন বলে রউফকে মোটরসাইকেল যোগে তুলে নিয়ে যায়
রাতভর থানা হাজতে রেখে বিভিন্ন ধরনের প্রস্তাব দেয়া হয় তাকে প্রস্তাবে রাজি না হওয়ায় গেল রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয় জেল হাজতে।
আটক দেখানো হয় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায়।
সেই মামলার বাদী তাহিরপুর থানার এস আই আমির হোসেন।
রবিবার তাহিরপুর থানার মামলার বাদী এসআই মো. আমির উ্দ্দিন জানান, আসলে আব্দুর রউফ ওই মামলায় কোন এজাহার নামীয় আসামি ছিলেন না, মামলার তদন্তকারি অফিসার বলতে পারবেন কি কারনে তাকে আসামি হিসাবে ওই মামলায় গ্রেফতার দেখিয়েছেন।
রবিবার উপজেলার কলাগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার স্ত্রী গ্রেফতার রউফের বিধবা মা মোছা বানেছা বেগম (৭০) কান্না জড়িত কন্ঠে , শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে পুলিশের নির্মমতার ইতিহাস টেনে বলেন, আমার ছেলে কোন রাজনৈতিক দলের পদবীধারী নেতা-কর্মী বা সমর্থক ওনা।। সে দরিদ্র পরিবারের সন্তান হিসাবে চারাগাঁও শুল্ক ষ্টেশনে কয়লা চুনাপাথর পরিবহন কাজে থাকা শ্রমজীবী।
তিনি আরো বলেন, থানা পুলিশের আক্রোশে আমার ছেলে আজ কারাগারে।
রবিবার তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেনের এর মুঠোফোনে রউফের বিরুদ্ধে কি মামলা রয়েছে জানতে চাইলে তিনি বলেন রয়েছেন থানার বাহিরে, থানায় গিয়ে জানাবেন। এরপর থেকেই আর কোন হদিস পাওয়া যায়নি তার। দীর্ঘ অপেক্ষার পর
বুধবার রাতে কল দিয়ে জানতে চাওয়া হয়
রউফের নামে কি মামলা রয়েছে তাহিরপুর থানায় উত্তর না দিয়ে জেলা পুলিশের মিডিয়া অফিসার কে তথ্য জানার জন্য কল দিতে অনুরোধ জানিয়ে কথা না শুনেই দেন ধন্যবাদ।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD