
কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে তিনজন রোহিঙ্গা। আজ মঙ্গলবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় ঘোষণা করেন।
নূর মোস্তফা, পিতা মোহাম্মদ হোসেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া
সোনা মিয়া, পিতা নজির আহমদ, কোটুবদিয়াপাড়া, কক্সবাজার শহর
আবদুল গফুর (৩৫), পিতা খুলু মিয়া, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া
মো. আইয়ুব প্রকাশ তৈয়ব, পিতা মোহাম্মদ আলম
খালাসপ্রাপ্ত:
আবদুর রহমান, পিতা মো. ইসলাম, রাজারকুল, রামু উপজেলা
রায় ঘোষণাকালে খালাসপ্রাপ্ত আসামি আবদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। তবে সাজাপ্রাপ্ত চারজনই পলাতক।
সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম জানান,
২০২০ সালের ২ মার্চ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বিশেষ অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা, একটি মাইক্রোবাসসহ পাঁচজনকে আটক করে।
এ ঘটনায় ডিবির পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
২০২0 সালের সেপ্টেম্বর: তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগ গঠন শেষে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শুরু হয়।
সব পর্যায় শেষে আদালত ২ জনকে মৃত্যুদণ্ড, ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর এক আসামিকে খালাস দেন।
পিপি সিরাজুল ইসলাম জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে দণ্ড দেওয়া হলেও একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে।