১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কক্সবাজারে বৌদ্ধ সম্প্রদায়ের বাড়িতে হামলা, কোনো হতাহতের খবর নেই

admin
প্রকাশিত ২৫ অক্টোবর, শনিবার, ২০২৫ ১৮:৪৬:৩০
কক্সবাজারে বৌদ্ধ সম্প্রদায়ের বাড়িতে হামলা, কোনো হতাহতের খবর নেই

Manual7 Ad Code

কক্সবাজারে তুচ্ছ ঘটনায় বিতণ্ডার জেরে বৌদ্ধ সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঝিলংজা পশ্চিম বড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

জেলা পুলিশের মুখপাত্র ও ডিএসবি অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় কেউ আহত হয়নি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় উভয় পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

পুলিশের বরাতে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় যুবক কালু বড়ুয়া ও শিপন বড়ুয়ার সঙ্গে পাশের সিকদারপাড়ার মনিরুল হক সিকদারের ছেলে ছোটো ও আবু তাহেরের ছেলে রাকিবের মধ্যে সিএনজি অটোরিকশা দাঁড় করানো নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জেরে রাত সোয়া ১২টার দিকে ২০-২৫ জন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কালু বড়ুয়ার বাড়িতে হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

Manual4 Ad Code

অতএব এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

Manual8 Ad Code