১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কক্সবাজারে মিয়ানমারগামী সিমেন্টবাহী ট্রলার জব্দ, আটক ৮

admin
প্রকাশিত ০৬ ডিসেম্বর, শনিবার, ২০২৫ ১৮:৪১:৫৩
কক্সবাজারে মিয়ানমারগামী সিমেন্টবাহী ট্রলার জব্দ, আটক ৮

Manual6 Ad Code

কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকা থেকে মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবাহী একটি ফিশিং ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

Manual7 Ad Code

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি টিম অভিযান পরিচালনা করে। পরে বাঁকখালী নদীর মোহনায় সন্দেহজনক একটি ফিশিং ট্রলার থামিয়ে তল্লাশি করা হয়।

Manual6 Ad Code

তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রলারে থাকা ৩৭৫ বস্তা সিমেন্ট পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ট্রলারসহ আটজন পাচারকারীকে সেখান থেকেই আটক করা হয়।

Manual2 Ad Code

জব্দ করা ট্রলার, সিমেন্ট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ড সূত্র জানায়।

কোস্ট গার্ড আরও জানায়, চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।