কক্সবাজারে সাবেক কাউন্সিলর হত্যা, নারীসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫

কক্সবাজারে সাবেক কাউন্সিলর হত্যা, নারীসহ তিনজন গ্রেপ্তার

কক্সবাজারে গুলি করে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী হত্যার ঘটনায় মৌলভীবাজারে অভিযান চালিয়ে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

 

 

গ্রেপ্তার তিনজনের মধ্যে হত্যাকাণ্ডের আগে গোলাম রব্বানীর সঙ্গে হোটেল অবস্থান করা নারীও রয়েছেন। অভিযানে উদ্ধার হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও। গতকাল সোমবার দিবাগত রাতে তিনজনকে গ্রেপ্তার করা হলেও আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

 

গ্রেপ্তার তিনজনেরই বাড়ি  খুলনায়। তাঁদের নাম–পরিচয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। পুলিশ কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার তিনজনকে মৌলভীবাজার থেকে কক্সবাজার নিয়ে আসা হচ্ছে। আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন করে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ