১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার

admin
প্রকাশিত ১৫ সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ ১৯:৫২:১৯
কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার

Manual7 Ad Code

সরকার কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী,

  • কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহ্উদ্দিনকে জাতীয় বেতন কমিশনে যুগ্ম সচিব হিসেবে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং

  • মাদারীপুরের ডিসি মোছা. ইয়াসমিন আক্তারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে।

    Manual1 Ad Code

 

 

 

Manual3 Ad Code

 

 

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

অন্যদিকে, জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আ. মান্নানকে কক্সবাজারের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ২৭তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার এ দুটি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হতে পারে।

কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বে থাকা ২৪তম বিসিএস ব্যাচের তিন কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁদের বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।