১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কক্সবাজার-২ আসনে জামায়াতসহ দুজনের মনোনয়ন বাতিল

admin
প্রকাশিত ০২ জানুয়ারি, শুক্রবার, ২০২৬ ২০:২০:১৯
কক্সবাজার-২ আসনে জামায়াতসহ দুজনের মনোনয়ন বাতিল

Manual5 Ad Code

কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদসহ দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মামলাসংক্রান্ত জটিলতার কারণে প্রথমে তাঁদের মনোনয়ন স্থগিত রাখা হয়। পরে যাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।

Manual2 Ad Code

এ আসনে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন— বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিয়াউল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের ওবাইদুল কাদের নদভী, গণঅধিকার পরিষদের এস এম বোকনুজ্জামান খান এবং জাতীয় পার্টির মোহাম্মদ মাহমুদুল করিম।

Manual8 Ad Code

মনোনয়নপত্র বাতিল হওয়া অপর প্রার্থী হলেন গোলাম মাওলা।

রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান জানান, কাগজপত্রের ত্রুটি ও মামলা-সংক্রান্ত জটিলতার কারণে কক্সবাজার-2 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে আগামী ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।

Manual7 Ad Code

এদিকে এর আগে কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ওই আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আবদুল্লাহ আল ফারুখসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

Manual7 Ad Code

তবে একই আসনে মনোনয়নপত্রে অসংগতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সরওয়ার আলম কুতুবী এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।