১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

admin
প্রকাশিত ২৮ আগস্ট, বৃহস্পতিবার, ২০২৫ ১৮:৫৬:০৯
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

Manual7 Ad Code

দেশের একটি বেসরকারি টেলিভিশনের মালিক ও আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গত ২৪ আগস্ট বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারের পর থেকেই তৌহিদ আফ্রিদিকে ঘিরে নানান অভিযোগ ও সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। এর আগেও তার সঙ্গে বিভিন্ন তারকার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও তিনি সবসময় তা ‘বন্ধুত্ব’ বলে উল্লেখ করেছেন।

Manual5 Ad Code

এদিকে ছোটপর্দার আলোচিত অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গেও তৌহিদ আফ্রিদির প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করেছেন তার ছোট ভাই ও কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। তিনি বলেন, “আমার মনে আছে, অনেক আগে এটা। আমি শুনেছিলাম, পায়েল আপুর সঙ্গে তার রিলেশন ছিল, এ পর্যন্তই। এসব বিষয়ে আমাদের তেমন ধারণা ছিল না।”

Manual4 Ad Code

উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় আসাদুল হক বাবু হত্যা মামলাটি করেন জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি। মামলায় মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। এজাহারে তৌহিদ আফ্রিদির নাম ছিল ১১ নম্বরে।

এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে তোলা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual2 Ad Code