খোকার সপ্ন
★ ফকির হাসান ★ শীতের পাখি শীতের পাখি বন্ধু হবে মোর?
খেতে দেব শীতের পিঠা সঙ্গে খেজুর গুড়।
দলবেঁধে সব ঝাকের পাখি, উড়লে বিকেল বেলা,
তাদের দেখে থেমে গেল আমার সকল খেলা।
নীল আকাশে শুদ্ব পায়ে মেলে রঙিন ডানা,
কিচির মিচির ডেকে মোরে খেলতে কর মানা।
নাওনা ভাই সঙ্গে তোমার ডানায় দিয়ে ভর।
গানে গানে ভরিয়ে দেব তোমার ছোট্ট ঘর,
দাদু বলেন তোমার নাকি মোদের অতিথি তাইতো আজি তোমাদেরকে দেব সকল প্রীতি।
বাঠা ভরা পানদেব সঙ্গে দেব চুন রাঙিয়ে দেব ঠোটটি তোমার শুননা টুনটুন।
গগন জোড়ে উড়বো যখন, তোমার ডানায় করে হেসে, চাঁদের দেশে যাব আমি উড়ে।