১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক

admin
প্রকাশিত ২৭ অক্টোবর, সোমবার, ২০২৫ ২২:১৭:৪৭
কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সফররত কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বনানীর হোটেল সেরিনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন—

  • দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী,

  • চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য জিয়াউদ্দিন হায়দার,

  • যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, এবং

  • সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ

    Manual2 Ad Code

অন্যদিকে, কমনওয়েলথ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’-এর প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ।

Manual1 Ad Code

বৈঠকে কী আলোচনা হয়েছে—তাৎক্ষণিকভাবে বিএনপি বা কমনওয়েলথের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন পরিবেশ, নির্বাচন কমিশনের ভূমিকা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।

Manual2 Ad Code