নিজস্ব প্রতিবেদক:
সফররত কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বনানীর হোটেল সেরিনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন—
-
দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী,
-
চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য জিয়াউদ্দিন হায়দার,
-
যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, এবং
-
সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
অন্যদিকে, কমনওয়েলথ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’-এর প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ।
বৈঠকে কী আলোচনা হয়েছে—তাৎক্ষণিকভাবে বিএনপি বা কমনওয়েলথের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন পরিবেশ, নির্বাচন কমিশনের ভূমিকা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।